Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন-বিক্ষোভ

পীরগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন-বিক্ষোভ

December 23, 2024 01:04:00 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন-বিক্ষোভ

টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের হামলায় ৪ জন নিহত ও সহস্রাধিক আহত এবং নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বিকালে পীরগঞ্জ কওমি উলামা পরিষদ, তাবলিগ সাথী ও তৌহিদী জনতার আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলাম সভাপতি মুফতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি মোজাম্মেল হোসাইন কাসেমী, ওলামায়ে পরিষদ উপজেলা শাখা দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা জামে মসজিদ ইমাম ও তাফসীরে ফয়সাল, ওলামা পরিষদ সদস্য মোস্তফা কামাল প্রমুখ।

শেষে সন্ত্রাসী অপরাধীদের দ্রুত গ্রেফতার, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করারসহ কয়েকটি যৌক্তিক দাবি তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।