Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

পীরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

August 08, 2023 01:30:03 PM   বজ্রশক্তি ডেস্ক
পীরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

এএইচ লিটন:
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগ্রামী স্বাধীনতার প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ প্রমুখ। শেষে দরিদ্র অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদান করা হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টাফ,মহিলা প্রশিক্ষণার্থী, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।