Date: December 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা ও গোডাউন সিলগালা

পীরগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা ও গোডাউন সিলগালা

December 17, 2024 01:01:51 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা ও গোডাউন সিলগালা

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পৌর শহরের মিত্রবাটি নেতা মোড় এলাকায় অবৈধভাবে সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তার গোডাউন সিলগালা করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর রাত ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। অভিযানে মেহের এলাহী ট্রেডার্সের ম্যানেজার শাহিরুল ইসলামের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩(১) ধারা অনুযায়ী এই জরিমানা ও শাস্তি প্রদান করা হয়।

অভিযানের সময় গোডাউনে অতিরিক্ত সার মজুদ এবং বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে সারের গোডাউনটি সিলগালা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজু মান, সহকারী কৃষি কর্মকর্তা, থানা পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা।

ম্যানেজার শাহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি হরিপুর উপজেলার বলি দ্বারা এলাকার বাসিন্দা এবং তার মাধ্যমে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

এদিকে, বিভিন্ন সূত্রে জানা যায় যে, নাসির উদ্দিনের মালিকানাধীন মেহের এলাহী ট্রেডার্স দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ ও ভেজাল সার বিক্রি করে আসছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসফেট (টিএসপি) সারের মতো গুরুত্বপূর্ণ রাসায়নিক সার সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এসব সার সরাসরি গোডাউন থেকে সরবরাহ করা হলেও, ক্যাশ মেমো দেওয়া হয়নি।

উপজেলা কৃষি দপ্তর এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে এবং স্থানীয় কৃষি ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।