![প্রথমবারের মতো দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক](/storage/aporijta-202307190000152251.jpg)
প্রযুক্তি ডেস্ক:
দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার বট। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ ‘অপরাজিতা’ নামের এক বট সংবাদ পাঠ করে।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করে ‘অপরাজিতা’। দেশের ইতিহাসে ‘অপরাজিতা’ই প্রথম কৃত্রিম সংবাদ পাঠক। বুলেটিনে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়। টেলিভিশনে খবর পড়লেও তিনি কোনো মানুষ নন!
সম্প্রতি বিভিন্ন দেশে এআইকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের এআই দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল ‘লিসা’।