Date: December 13, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক

November 11, 2023 09:47:21 AM   ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক

ডেস্ক রিপোর্ট:
দেশের শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে কম্বল হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ কম্বল দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অসহায়, দরিদ্র ও অভাবী মানুষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় সিএসআর তহবিল থেকে অর্থ সহায়তা করছে। ভয়াবহ করোনাভাইরাস সংকটকালীন তাৎক্ষণিক ওষুধ, চিকিৎসা সরঞ্জাম দেওয়া ও অর্থ সহায়তা দিয়ে ‘মানবিক ব্যাংক’ হিসেবে ভূষিত হয়েছে।