Date: October 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়

পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়

August 28, 2023 10:35:19 AM   ডেস্ক রিপোর্ট
পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়

ডেস্ক রিপোর্ট:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফজলুর রহমান বিশ্বাসকে (৭২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


আজ সোমবার (২৯ আগস্ট) সকালে যশোরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি বলেন, আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের কোতয়ালী থানা এলাকা থেকে পলাতক যুদ্ধাপরাধী ফজলুর রহমান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ২০২১ সালে তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে।

ফারজানা হক বলেন, মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি নিজ এলাকা ছেড়ে যশোরের কোতয়ালী থানা এলাকায় আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।