ডেস্ক রিপোর্ট:
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীতপ্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোঙর প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। দেশ তথা সারা বিশ্বে আমার বেশ জনপ্রিয়তা রয়েছে। অনেক সময় ভক্তরা আবেগতাড়িত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি নির্বাচন বন্ধ করা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা করছে। প্রার্থী হওয়ায় ইতোমধ্যে আমাকে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাই নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছি। সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদন করছি।’
এ বিষয়ে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ঢাকা পোস্টকে বলেন, ‘ইতোমধ্যে এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি এজন্য ফোনে ও মেসেজে বিভিন্ন হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি, সবার সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে।’
অভিযোগের বিষয়ে পাবনার জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মু আসাদুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। প্রার্থীদের সকল অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’