Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে

বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে

August 09, 2023 10:39:13 AM   ক্রীড়া ডেস্ক
বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক:

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে আজ (বুধবার) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাথুরু। টাইগার এই প্রধান কোচের সঙ্গে ছিলেন তার ছেলে। শ্রীলঙ্কা থেকে এদিন একই সময়ে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দুই জন বের হয়ে অবশ্য বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা গাড়িতে করে।

জানা গেছে, আজ রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি। গতকাল ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে জানানো হবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। এ সময় তিনি বলেন, 'আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।'