Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ফরিদপুরে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো দর্শক

ফরিদপুরে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো দর্শক

September 23, 2023 11:22:34 AM   ডেস্ক রিপোর্ট
ফরিদপুরে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে হাজারো দর্শক

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ক্লাব একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলা উপভোগ করেছেন হাজারো দর্শক।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে খেলা শুরু হয়। খেলার শুরুর ৫ মিনিটের মাথায় গোল করে ব্যারিস্টার সুমন একাডেমি।

আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ খেলার আয়োজন করে।

খেলা শুরুর আগে সারা মাঠ দুইবার ঘুরে উপস্থিত দর্শকদের ‘সুমন, সুমন’ ধ্বনির জবাব দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় অনেক ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। খেলা শুরুর আগে একটি সুসজ্জিত বাদকদল সারা মাঠ ঘুরে বাদ্যযন্ত্রে বিভিন্ন বাজনা বাজান।

খেলা পরিচালনা করেন শামীম খান। তাকে সহযোগিতা করেন সাগর খান,মতিউর রহমান ও শেখ সেলিম। খেলার ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মাহিদুল হক। খেলায় আলফাডাঙ্গা ফুটবল একাদশের জার্সির রঙ টিয়া ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জার্সির রঙ নীল-হলুদ। ব্যারিস্টার সুমনের জার্সি নং ১০।

খেলা উপলক্ষ্যে দুপুর ১টা থেকে জেলার বিভিন্ন উপজেলা, গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ক্রীড়াপ্রেমী দর্শকরা বাস, ট্রাক, নসিমন, অটোরিকশা ও মোটরসাইকেলে করে খেলার মাঠে ভিড় জমাতে থাকে। আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠটি চারদিকে প্রাচীরঘেরা। আগত দর্শকেরা মাঠের পাশ দিয়ে দাঁড়িয়ে ও স্কুল ভবনে উঠে খেলা উপভোগ করেন। খেলা উপলক্ষ্য স্কুলের ভবনগুলোর তালা খুলে দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।

বোয়ালমারীর সহস্রাইল এলাকা থেকে খেলা উপভোগ করতে এসেছেন ষাটোর্ধ্ব জমির শেখ। তিনি বলেন, আমাদের ছেলেবেলায় আমরা নিয়মিতই ফুটবল খেলতাম, খেলা দেখতাম। এখন এমন আয়োজন খুব একটা দেখা যায় না। আমার মনে হয়, অনেক বছর পর ফুটবল খেলার মাঠে এত দর্শকের উপস্থিতি দেখলাম।

আলফাডাঙ্গার বানা এলাকার কৃষক শহিদুল শেখ (৪৫) বলেন, সকাল থেকে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। ভাবছিলাম খেলা হয় কিনা, দেখতে পারব কিনা। বিকেল হওয়ার পর পর আকাশ মেঘলা হলেও বৃষ্টি নাই বলে আরামেই খেলা দেখতে পারছি।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা খান মমিনুল ইসলামের ছেলে। মঈনুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, পৌর মেয়র আলী আকসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।