Date: April 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ফার্স্টলুকেই বিস্ময় ভক্ত-অনুরাগীরা, এ কোন সিয়াম!

ফার্স্টলুকেই বিস্ময় ভক্ত-অনুরাগীরা, এ কোন সিয়াম!

March 30, 2024 10:39:05 AM   বিনোদন প্রতিবেদক
ফার্স্টলুকেই বিস্ময় ভক্ত-অনুরাগীরা, এ কোন সিয়াম!

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’র পোস্টার প্রকাশ্যে। প্রিয় নায়কের ফার্স্টলুকে বিস্মিত ভক্ত-অনুরাগীরা।

এ কোন সিয়াম! সিনেমাপ্রেমীরাও মজেছেন পোস্টারটি নিয়ে। তাদের ভাবনা, নতুন কিছু নিয়েই আসছেন সিয়াম। পোস্টার অনেক কথাই বলছে।
পোস্টারটি যে কাউকেই নিজের দিকে টানবে। এতে দেখা গেছে - সিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা।  দোকান পুড়ছে, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারও দেহ, আর চোখে-মুখে প্রতিশোধের স্পৃহা।  সিয়ামের ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে আছে একটি কাক, কাকের লাল চোখেও রাজ্যের কৌতূহল।  

কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? পায়ের তলায় কার দেহ?
কত  প্রশ্নই না জন্ম দিয়েছে পোস্টারটি। জানা গেছে, রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর থাকবে ‘জংলি’ সিনেমায়।  
এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। পরিচালনায় রয়েছেন ‘শান’খ্যাত নির্মাতা এম রাহিম। ঈদুল ফিতরের পর পরই শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ঈদুল আজহায়।  সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।