বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন-বিএমবিএফ ও সেন্ট্রাল লিগ্যাল এইড কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) মহাখালীর রাওয়া, ডিওএইচএস এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএমবিএফ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিএমবিএফ এর উপদেষ্টা সাবেক ধর্মমন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল কাদির, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এস. এম. সাইফুর রেজা, সাবেক রাষ্ট্রদূত জেনারেল আমসাআ আমিন, প্রশিকার পরিচালক ও বিএমবিএফ এর ভাইস চেয়ারম্যান শাহানা আহমেদ প্রমুখ।