Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / বিকাশে কিস্তি পরিশোধ করতে পারবেন ক্ষুদ্রঋণ গ্রহীতাদেরা

বিকাশে কিস্তি পরিশোধ করতে পারবেন ক্ষুদ্রঋণ গ্রহীতাদেরা

August 01, 2023 09:05:01 AM   ডেস্ক রিপোর্ট
বিকাশে কিস্তি পরিশোধ করতে পারবেন ক্ষুদ্রঋণ গ্রহীতাদেরা

ডেস্ক রিপোর্ট:

ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আম্বালা ফাউন্ডেশন।

এই চুক্তির ফলে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানটির ৬০ হাজার সদস্য বিকাশের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সহজে, নিরাপদে এবং দ্রুততার সঙ্গে ঋণের মাসিক কিস্তি পরিশোধের সুযোগ পাবেন। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানের জন্যও কিস্তি আদায় ব্যবস্থাপনা হবে আরো সহজসাধ্য ও কার্যকর। সম্প্রতি বিকাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ শিকদার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আম্বালা ফাউন্ডেশনের দেশজুড়ে রয়েছে ১৭৫টি শাখা এবং ৬০ হাজার সদস্য। বিকাশের সঙ্গে করা চুক্তিটির ফলে আম্বালা ফাউন্ডেশনের সদস্যরা এখন বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি কোডের মাধ্যমে সহজেই ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।