Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ‘বঙ্গবন্ধু সপরিবারে হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত’

‘বঙ্গবন্ধু সপরিবারে হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত’

August 14, 2023 10:36:51 AM   ডেস্ক রিপোর্ট
‘বঙ্গবন্ধু সপরিবারে হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত’

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেছেন, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত ছিল।  

আজ(১৪ আগস্ট) দুপুরে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন। বৃহত্তর ফরিদপুর কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিভাগীয় কল্যাণ সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

ঢামেক পরিচালক বলেন, আগামীকাল (১৫ আগস্ট) স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী। জাতি, ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি ও বিদেশি চক্র ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজও সেই কুচক্রী মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে।

বৃহত্তর ফরিদপুর সমিতির আহ্বায়ক ডা. আজিজ আহমেদ খান (শীশ) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতার স্থপতিকে হত্যার ৪৭ বছর পেরিয়ে গেছে। কয়েকজনের ফাঁসি কার্যকর হলেও অন্যান্যরা বিভিন্ন দেশে পালিয়ে আছেন। তাদেরকে ধরে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

ঢামেক হাসপাতালের বৃহত্তর ফরিদপুর কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিভাগীয় কল্যাণ সমিতির সদস্য সচিব ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার সিকদার বলেন, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন পরিবারের সব সদস্য।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, এসএলপিপি ডা. মশিউর রহমান, আবাসিক সার্জন (ক্যাজুয়ালিটি) ডা. আলাউদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আশরাফুল নাহার, ঢামেকের শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ চন্দ্র তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) ডা. আফজালুল হক রানাসহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সমিতির সচিব ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার সিকদার।