Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / বিজিএমইএ’র নির্বাচন হচ্ছে না বর্ধিত মেয়াদেও

বিজিএমইএ’র নির্বাচন হচ্ছে না বর্ধিত মেয়াদেও

August 06, 2023 08:48:14 AM   ডেস্ক রিপোর্ট
বিজিএমইএ’র নির্বাচন হচ্ছে না বর্ধিত মেয়াদেও

ডেস্ক রিপোর্ট:

বর্ধিত মেয়াদে নির্বাচন হচ্ছে না বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)। ফলে নিয়ম অনুসারে সংগঠনটিতে হতে পারে প্রশাসক নিয়োগ। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বিজিএমইএর বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে গত ১২ এপ্রিল। তারপর বিজিএমএর সভাপতির আবেদনের আলোকে কমিটিকে আরও ছয় মাস সময় বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া মেয়াদ শেষ হবে ১২ অক্টোবর। কিন্তু নির্বাচনের কোনো প্রস্তুতি গ্রহণ করেনি বিজিএমইএ।

শুধু তাই নয়, ছয় মাস মেয়াদ বাড়ানোর সময় বাণিজ‍্য মন্ত্রণালয় বিজিএমইএকে তিনটি শর্ত দিয়েছিল। কিন্তু সেই শর্তও পূরণ করেনি। শর্তগুলো হচ্ছে- ভোটের ৯০ দিন আগে নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ-সংক্রান্ত আপিল বোর্ড গঠন করতে হবে। যার মেয়াদ গত ১০ জুলাই শেষ হয়েছে।

দ্বিতীয় শর্ত হচ্ছে ৮০ দিন আগে তফসিল ঘোষণা। সে হিসেবে গত ২০ জুলাইয়ের মধ্যে দিন নির্ধারণ করার কথা ছিল। সেটিও পালন করেনি।

তৃতীয় শর্ত হলো বর্ধিত মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। আগামী ২৮ সেপ্টেম্বর এ সময়সীমা শেষ হবে। সুতরাং সংগঠনটি তিনটি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

এখন বাণিজ্য সংগঠন আইন ২০২২ অনুযায়ী, ছয় মাসের বেশি সময় বাড়ানোর সুযোগ নেই। এ আইনের ১৪ ধারা অনুযায়ী বর্ধিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে সংগঠনের দৈনন্দিন কাজ চালিয়ে নিতে প্রশাসক নিয়োগ করবে সরকার। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ফারুক হাসানের প্রতিপক্ষ ‘ফোরাম’। একই সঙ্গে প্রশাসক নিয়োগ বিজিএমইএর ভাবমূর্তির জন্য বিব্রতকর বলে অভিহিত করা হয়। পরিস্থিতর জন্য সভাপতি ফারুক হাসানকে দায়ী করেছে নির্বাচনকেন্দ্রিক প্রতিপক্ষ প্যানেল ‘ফোরাম’।

এ বিষয়ে ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, বর্তমান কমিটির মেয়াদ দুই বছর। তারা আড়াই বছর দায়িত্ব পালন করেছে। তারপরও নির্বাচন দিচ্ছে না, এটা বিজিএমইএর জন্য দুঃখজনক ঘটনা। আইন অনুযায়ী এখন বিজিএমইএতে প্রশাসক নিয়োগ করার কথা। এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের কাছে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক প্রধানত দুটি প্যানেল থাকে। একটি হলো ফোরাম। আরেকটি সম্মিলিত পরিষদ। সম্মিলিত পরিষদের প্যানেল থেকেই নির্বাচিত হয়ে সভাপতি ফারুক হাসান ২০২১ সালের ২০ এপ্রিল দায়িত্ব গ্রহণ করে।