Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে মেইন ফটকে তালা দিল এলাকাবাসী!

বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে মেইন ফটকে তালা দিল এলাকাবাসী!

March 24, 2024 02:34:01 PM   উপজেলা প্রতিনিধি
বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে মেইন ফটকে তালা দিল এলাকাবাসী!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে, অভিভাবকগণ ও এলাকাবাসী অত্র প্রতিষ্ঠানের মেইন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

রবিবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের  মেইন ফটকে তালা ঝুলছে এবং শিক্ষকগণ সবাই বাহিরে চেয়ার নিয়ে বসে আছেন। এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে রঞ্জু চৌধুরি এবং হিরো চৌধুরি অভিযোগ করে বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা ও সম্পদ আত্মসাৎ করে আসছে। আমরা এলাকাবাসী সুস্থ তদন্ত অনুযায়ী এই অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা চাই। শুধু তাই নয় আবার নতুন করে মনগড়া একজনকে নিয়ম বহির্ভূত নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে।

বাইরে বসে থাকা ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিয়াউর রহমান বলেন, আমরা সকালে এসে দেখি ফটকে তালা ঝুলছে। আমরা স্কুলে ঢুকতে পারিনি তাই বাহিরে বসে আছি।

বিন ধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরি পাপ্পু ও প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ওই প্রতিষ্ঠানে কোন অনিয়ম দুর্নীতি হয় নাই। আমাদের বিরুদ্ধে কিছু ব্যক্তি ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করছেন।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা সাংবাদিকদের জানান, ঘটনা শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ওখানে যেন আইন-শৃঙ্খলার অবনতি না হয় এজন্য ওসি সাহেবকে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।