Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বুধবার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবে ইসি

বুধবার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবে ইসি

November 19, 2024 12:46:50 PM   নিজস্ব প্রতিনিধি
বুধবার সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবে ইসি

নির্বাচন কমিশনের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন আগামীকাল বুধবার। নির্বাচন কমিশনের পক্ষে ইসির নেতৃত্ব দেবেন সচিব শফিউল আজিম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংস্থাটির উপসচিব মো. হেলাল উদ্দিন খানের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এছাড়া সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক ছাড়াও ই-মেইল, ফেসবুক পেইজ, ওয়েবসাইটের মাধ্যমেও মতামত নিচ্ছে।