Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দিলেন ধানুশ!

বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দিলেন ধানুশ!

February 20, 2023 09:26:10 PM   ডেস্ক রিপোর্ট
বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দিলেন ধানুশ!

রূপালি জগৎ ডেস্ক:
তামিল চলচ্চিত্র অঙ্গনের অন্যতম সুপারস্টার ধানুশ। কলিউডি সিনেমায় নিজের আসন পাকা করে নিয়েছেন অভিনয়দক্ষতা দিয়ে। ভারতীয় পত্রপত্রিকার খবর বলছে, তামিল তারকা ধানুশের নেট সম্পত্তিমূল্য প্রায় ১৪৫ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ১৬৫ কোটি টাকার বেশি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে এক বিলাসবহুল অট্টালিকা। ২০২১ সাল থেকে চেন্নাইয়ে নির্মাণাধীন ছিল এই বাড়ি। অবশেষে শেষ হয়েছে ১৫০ কোটি রূপি মূল্যের এই কাজ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, নতুন এই বাড়িটি বাবা-মাকে উপহার দিয়েছেন ধানুশ। চেন্নাইয়ের পয়েস গার্ডেনে তৈরি এই বাড়ির গৃহ প্রবেশের অনুষ্ঠান ছিল সম্প্রতি। বিশেষ সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন নির্মাতা সুব্রমনিয়ম শিবা।
সুব্রমনিয়ম শিবা ক্যাপশনে লিখেছেন, ‘ধানুশের এই ঘর আমার কাছে মন্দিরের মতো মনে হচ্ছে। সন্তানরা যখন বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দেয়, তখন তারা তাদের নিজেদের সন্তান এবং অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকে। দীর্ঘজীবী হও ভাই।’
১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন ধানুশ। ধানুশের পুরো নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। বহু গুণে গুণান্বিত ধানুশ। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার, নৃত্যশিল্পী ও প্লেব্যাক সিঙ্গার।