Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বর্ষণ-নিপুণ-রোশানদের ‘সম্পর্ক’ নিয়ে রহস্য

বর্ষণ-নিপুণ-রোশানদের ‘সম্পর্ক’ নিয়ে রহস্য

August 23, 2023 08:59:37 AM   ডেস্ক রিপোর্ট
বর্ষণ-নিপুণ-রোশানদের ‘সম্পর্ক’ নিয়ে রহস্য

ডেস্ক রিপোর্ট:

কয়েকদিন আগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,  ‘আসলে সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের ভেতর তৃতীয় কেউ এলেই।’ নিপুণের সেই পোস্টের স্ক্রিনশট পোস্ট করে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লেখেন, ‘দোষটা সবসময় পুরুষের হয় না। কিছু দায় নিজের কাঁধেও নিতে হয় নিপুণ।’

এরপর এই দু’জনের সঙ্গে যোগ দেন চিত্রনায়ক জিয়াউল রোশান। নিপুণের সেই পোস্ট ধরে ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, ‘খেলা তাহলে শুরু হয়ে গেছে? চেকমেট! হঠাৎ করেই তিনজন তারকার ফেসবুক স্ট্যাটাসের ‘সম্পর্ক’ নিয়ে ভক্তদের মনেও কৌতূহলের সৃষ্টি হয়। ঠিক কি বলতে চাইছেন এই তিন তারকা, সেই প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে যখন বেশ জল্পনা চলছে, তখনই জানা গেল এটি মূলত একটি ওয়েব ফিল্মের প্রচারণা।‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে নিপুণ

দীপ্ত প্লে-র জন্য নির্মিত ‘অপলাপ ওয়েব ফিল্মের গল্প সম্পর্ক, ভালোবাসা ও সন্দেহ কেন্দ্রিক। নিপুণ-বর্ষণ-রোশানরা যে রহস্যের সূচনা করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, তা এবার উন্মোচিত হতে যাচ্ছে। কারণ আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে তাদের অভিনীত সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিলেন নির্মাত মোহাম্মদ আলী মুন্না। এতে দেখা যাবে, সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। মামলা চলে যায় আদালতে। কিন্তু অর্ক‌র পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে, অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। সাইফ কি পারবে বন্ধুকে বাঁচাতে? পারবে কি সত্যটা বের করতে? সেই জবাব মিলবে সিনেমার শেষাংশে।

সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, “অপলাপ’ মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃনায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকতার ভয়াবহতার ব্যপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।” নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ ফিল্মে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।