রূপালি জগৎ ডেস্ক:
গত জুন মাসে মুক্তি পেয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’। বিপুল পরিমাণে অর্থব্যয়ে তৈরি ‘রামায়ণ’-এর আধুনিক সংস্করণ নিয়ে দর্শক, অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
কিন্তু মুক্তির পরই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। প্রথম সপ্তাহে কিছু আয়ের দেখা মিললেও দ্বিতীয় সপ্তাহ থেকে টিকিটের দাম কমিয়েও দর্শক টানতে পারেননি হল মালিকেরা। সিনেমার ব্যর্থতার পাশাপাশি সংলাপ নিয়ে বিতর্ক ও আদালতের একাধিক মামলায় বলিউডে শেষ কয়েক মাসের অভিজ্ঞতা মোটেও ভালো যায়নি প্রভাসের। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, সবকিছু মিলিয়েই বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন এই নায়ক।
‘বাহুবলী’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে সর্বভারতীয় দর্শকের নজের এসেছিলেন প্রভাস। বাণিজ্যিক সাফল্য ও সমালোচকদের প্রশংসায় তারকা তকমা অর্জন করেছিলেন তিনি। সেই জনপ্রিয়তার পরপরই ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ ছবিতে শ্রদ্ধা কাপূর ও পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিনেতা। কিন্তু ‘বাহুবলী’র ধারে কাছেও ঘেঁষতে পারেনি ওই দুই সিনেমা। ‘আদিপুরুষ’-এর হাত ধরে ভাগ্য ফিরবে প্রভাসের, এমনটাই আশা করেছিলেন অভিনেতার অনুরাগীরা। সেটাও হয়নি। বরং আরও বেশি সমালোচনার শিকার হয়েছেন তিনি।
প্রভাসকে নিয়ে একটি বিগ বাজেটের ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলিউড সুত্রের খবর, সেই ছবির জন্য প্রাথমিক ভাবে সায় দিলেও এখন নাকি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। ‘পাঠান’-এর সাফল্যের পর অ্যাকশন ঘরানার ছবি পরিচালনার দিকেই মন দিয়েছেন সিদ্ধার্থ। হৃতিক ও প্রভাসকে নিয়ে একসঙ্গে একটি ছবি করার কথা ভেবেছিলেন তিনি। তবে বলিউডে প্রভাসের ভাগ্য ভালো না হওয়ায় এখন নাকি বেঁকে বসেছেন এই নায়ক। বলিউড ছেড়ে আপাতত দক্ষিণের একাধিক ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান তিনি।