Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / যেমন হতে পারে বাংলাদেশের এশিয়া কাপের দল

যেমন হতে পারে বাংলাদেশের এশিয়া কাপের দল

August 04, 2023 04:00:39 PM   ক্রীড়া ডেস্ক
যেমন হতে পারে বাংলাদেশের এশিয়া কাপের দল

খেলারপত্র ডেস্ক:
আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশের ক্রিকেটে বড় প্রশ্ন ছিল ইনজুরিতে ভোগা তামিম ইকবাল খেলবেন কি না। গেল কয়েক দিনে ক্রিকেট পাড়ায় এ নিয়ে কম গুঞ্জন ঢালপালা মেলেনি। শোনা যাচ্ছিল, এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণাও আটকে আছে তামিমের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গতকাল (বৃহস্পতিবার) রাতে সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন তামিম। ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার দিনে জানা গেছে আসন্ন এশিয়া কাপেও খেলছেন না টাইগার এই ওপেনার। 
অর্থাৎ বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চে পাওয়া যাবে না তামিমকে। তবে আশা করা হচ্ছে আসন্ন ভারত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন তিনি। যে কারণে তামিমকে ছাড়াই এখন ভাবতে হবে নির্বাচকদের।
চলতি মাসের ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে গেল (সোমবার) থেকে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। যেখানে ডাক পাওয়া ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে (দেশের বাইরে যারা তাদের ছাড়া)। এই পরীক্ষা শেষ হয়েছে গতকাল ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। বড় দুই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগী বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন ফিটনেস পরীক্ষা শেষে ২০-২২ জনের একটি স্কোয়াড দেবে তারা। সেটি দেওয়ার সম্ভাব্য তারিখ আগামীকাল শনিবার কিংবা রোববার। তামিম না থাকায় তার জায়গায় ওপেনিংয়ে তরুণ ক্রিকেটার তানজীদ হাসান তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন জুনিয়র তামিম। ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ৪ ম্যাচে করেছেন ১৭৯ রান। এমন ধারাবাহিক ব্যাটিংয়ের পর জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই তরুণ ওপেনার।
এছাড়া বিবেচনায় আছেন নাইম শেখও। তামিমের বিকল্প হিসেবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই ডাক এসেছিল শেখের। মাত্র ২ ওয়ানডে খেলা নাঈমেরও ঘরোয়া ক্রিকেটে আছে বড় রান করার কীর্তি। ৫০ এর কাছাকাছি গড় আর ৮৭ এর ওপর স্ট্রাইকরেট থাকায় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের মাঝেও সম্ভাবনা দেখছেন অনেকেই। 
অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গুঞ্জন থাকলেও দলে দেখা যেতে পারে তাকেও। প্রাথমিক দলে থাকতে পারেন শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকির হাসান, রনি তালুকদাররাও।
এছাড়া বাকিরা সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের থাকা এক প্রকার নিশ্চিত।

যেমন পারে হতে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।