Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বাংলাদেশ ইমরানের দিকে তাকিয়ে

বাংলাদেশ ইমরানের দিকে তাকিয়ে

August 18, 2023 08:18:50 AM   ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ইমরানের দিকে তাকিয়ে

প্রযুক্তি ডেস্ক: 

আগামীকাল থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বৈশ্বিক এই আসরে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। স্বর্ণজয়ী এই দ্রুততম মানবকে ঘিরে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের।

ইমরানের কোচ ও ফিটনেস ট্রেইনারও এই মুহূর্তে হাঙ্গেরিতে অবস্থান করছেন। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইমরানুর রহমান বলেন, ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আমার কোচ ও ফিটনেস ট্রেইনারও এসেছেন। ফেডারেশনের সেক্রেটারি মন্টু স্যার তাদের আনার জন্য চেষ্টা করেছেন এ জন্য ধন্যবাদ।’ ইমরান ইংল্যান্ডে স্টিভেন হাওয়ার্ডের অধীনে প্রশিক্ষণ নেন এবং হিল রবার্ট আলী ফিটনেসের বিষয় দেখেন। দুই জনই দুই দিন আগে ইংল্যান্ড থেকে বুদাপেস্ট এসেছেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তাদের দুই জনের অ্যাক্রিডিটেশন কার্ড করার চেষ্টা করছে।

বাংলাদেশের অনেক ডিসিপ্লিনেই আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়রা অংশগ্রহণ করে কোচ ছাড়াই। নিজেই নিজের অনুশীলন করতে হয় অ্যাথলেটদের। ইমরান নিজেও এমনটি করেছেন। তবে এবার সেটা করতে হচ্ছে না বাংলাদেশের দ্রুততম মানবকে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমি সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে দৌড়েছি। প্রাথমিক লক্ষ্য থাকবে সেই টাইমিংয়ের চেয়ে আরো ভালো করার। ’

সামনের মাসেই চীনের হাংজুতে এশিয়ান গেমস। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপকে গেমসের বড় প্রস্তুতি হিসেবেই দেখছেন, ‘এশিয়ান গেমস নিয়ে আমার স্বপ্ন রয়েছে। গেমসের জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স খুব ভালো প্রস্তুতির মঞ্চ’--বলেন ইমরান। বাংলাদেশের দ্রুততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে স্বর্ণ জেতেন। ইমরান ইংল্যান্ডে পরিবারসহ বসবাস করেন। ইমরানের প্রশিক্ষণের জন্য ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশন সহায়তা ও তত্ত্বাবধায়ন করছেন সার্বক্ষণিক।