Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বিশ্বকাপ দল নিয়ে যা বললেন তামিম

বিশ্বকাপ দল নিয়ে যা বললেন তামিম

May 15, 2023 03:27:11 PM   ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ দল নিয়ে যা বললেন তামিম

খেলারপত্র ডেস্ক:
বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ভাবনা বা চিন্তার বিষয় সাত নম্বর পজিশন নিয়ে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কে খেলবেন এই পজিশনে সেটা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও অধিনায়ক তামিম ইকবালের চোখে ঘাটতি এই পজিশন নিয়ে।
রোববার চেমসফোর্ডে সিরিজ জয় শেষে গণমাধ্যমে কথার বলার সময় তামিম বলছিলেন, ‘আমার কাছে মনে হয়, ব্যাটিংয়ে আরও ভালো করতে পারি। বিশেষ করে আজকের (রোববার) মতো পরিস্থিতিতে। প্রথম ২৫ ওভারে আমরাই বলতে গেলে দাপট দেখিয়েছি। ওভার প্রতি ছয়ের মতো করে রান তুলছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি। যে অবস্থায় ছিলাম, ৩০০ থেকে ৩১০ রান করা উচিত ছিল। এই একটা জায়গায় আমরা ভালো করতে পারি।’
অধিনায়ক তামিম জানিয়েছেন, নতুন কাউকে আর ফিনিশার হিসেবে দেখা যাবে না। অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই রাখছেন ভরসা, ‘এখনো (বিশ্বকাপের) এক দুটি জায়গা নিয়ে ভাবছি আমরা। আফিফ আছে, ইয়াসির আছে, রিয়াদ ভাই আছেন। যে সবচেয়ে মানানসই হবে, তাকে বিবেচনা করা হবে। অবশ্যই রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা বড় ব্যাপার। আফিফের এমন কিছু আছে, যা খুব বেশি বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে নেই। ওর ব্যাটিং আমি উপভোগ করি। ইয়াসিরের ক্ষেত্রেও একই কথা। আমি এখনো কিছু ঠিক করে রাখিনি। এশিয়া কাপ এলে বুঝে নিতে পারবেন, বিশ্বকাপের দল কেমন হবে।’
শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি তালুকদারের। তবে ব্যাট হাতে করেছেন কেবল ১৪ বলে ৪ রান। তবে রনিকে নিয়ে এখনই কিছু বলতে নারাজ তামিম, ‘বেশির ভাগ সময় আমি আর লিটনই ওপেন করি। আজ (রবিবার) রনি ওপেন করেছে। যদিও রান পায়নি। একটা মানুষকে এক ম্যাচ সুযোগ দিয়ে বদলে ফেলাটা কতটা যুক্তিযুক্ত, আমি জানি না। সব আমার হাতেও নেই। এখানে আমার সীমাবদ্ধতা আছে। (বিশ্বকাপ দল নিয়ে ভাবার) জায়গা এটা একটা। আর ৬-৭ নম্বরেও খেলোয়াড় দেখছি আমরা।’