Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / বেড়েছে মুনাফা সিটি ব্যাংকের

বেড়েছে মুনাফা সিটি ব্যাংকের

August 02, 2023 09:14:52 AM   ডেস্ক রিপোর্ট
বেড়েছে মুনাফা সিটি ব্যাংকের

ডেস্ক রিপোর্ট:

২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সিটি ব্যাংক। এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ও কর পরবর্তী মুনাফা দুটোই বেড়েছে।

আজ বুধবার সিটি ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়।

ব্যাংকটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ১ টাকা ৮১ পয়সা। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২৩৬ কোটি ৯৪ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ২২ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক বিস্তারিত বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেন।