Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ভারত থেকে এলো ডেঙ্গু, ম্যালেরিয়া এইচআইভি টেস্ট কিট

ভারত থেকে এলো ডেঙ্গু, ম্যালেরিয়া এইচআইভি টেস্ট কিট

July 20, 2023 10:15:14 AM   ডেস্ক রিপোর্ট
ভারত থেকে এলো ডেঙ্গু, ম্যালেরিয়া এইচআইভি টেস্ট কিট

ডেস্ক রিপোর্ট:
আজ(২০ জুলাই) সকালে হিলি কাস্টমসে এ কিটের পরীক্ষণ শুল্কায়ন করার জন্য বিল অব এন্ট্রি সাবমিট করা হয়।

এর আগে বুধবার (১৯ জুলাই) ছোট একটি পিকআপভ্যানে করে ভারত থেকে কিটগুলা আমদানি করা হয়।  

আমদানিকারক প্রতিষ্ঠান মনোনীত সিআ্যন্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সব অনুমতি নিয়ে এলসি খুলেছেন। দেশে ডেঙ্গুর প্রকাপ বেড়ে যাওয়ায় এটি পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। বুধবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে কিটবাহী একটি পিকআপভ্যান বাংলাদেশে প্রবেশ করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করলে পরীক্ষণ শুল্কায়ন সম্পূর্ণ করে আরোপিত শুল্ক পরিশোধ করার পর বন্দর থেকে খালাস করে তা আমদানিকারকের কাছে পৌঁছে দেওয়া হবে। এসব কিট ঢাকার বিভিন্ন হাসপাতাল সরবরাহের বরাদ্দপত্র পেয়েছেন ওই আমদানিকারক প্রতিষ্ঠান।  

হিলি স্থলবদরর জনসংযাগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট বুধবার প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। কাস্টমসের সব প্রক্রিয়া শেষে পণ্যের আউটপাস সম্পন্ন হলে বন্দরের প্রক্রিয়া শেষ এসব মালামাল আমদানিকারকের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।