Date: September 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ভোলায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ভোলায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

September 03, 2024 01:20:44 PM   নিজস্ব প্রতিনিধি
ভোলায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ভোলায় টাকার জন্য নুরজাহান বেগম (৭০) নামে এক মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে নিহতের ছেলে ভূট্ট ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত নুরজাহান বেগম ভোলা পৌর কাঠালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরজাহান প্রায় ৩০ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। সে সুবাদে কাউন্সিলরের পুরোনো বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভূট্ট তার মায়ের কাছে টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করেন ভূট্ট। পরে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ভূট্ট ওরফে শিপন মাদকাসক্ত ও মানসিক রোগী।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।