Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন সালমান খান

ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন সালমান খান

July 17, 2023 03:07:29 PM   ডেস্ক রিপোর্ট
ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়েছেন সালমান খান

রূপালি জগৎ ডেস্ক:
হরহামেশাই বলিউডে নতুন মুখ উপহার দেন সালমান খান। সম্প্রতি বলিউডজুড়ে ছড়িয়ে পড়েছে, নতুন ছবির জন্য নাকি অভিনেতা খুঁজছেন ভাইজান। খোদ সালমানই নাকি বেছে নেবেন আগামীর স্টারকে। আর এই মর্মে বিজ্ঞাপন, ই-মেইল চালাচালিও শুরু হয়েছে সালমান খানের প্রযোজনার সংস্থা থেকে।
বলিপাড়া জুড়ে এরকম বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পরই সালমানের প্রযোজনা সংস্থায় একের পর এক ফোন এবং ই-মেইল। উঠতি অভিনেতাদের কাছ থেকে হাজার হাজার ফোন পাওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসেছে সালমান খান ও তার সহকারীরা। কারণ এই বিজ্ঞাপন একেবারেই ভুয়া।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির কাস্টিং নিয়ে ধোঁয়াশা নিজেই খোলাসা করলেন সালমান। লিখলেন, ‘সবাইকে স্পষ্ট জানানো হচ্ছে সালমান খান এবং সালমান খান ফিল্মস কোনো ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী, কোনো কাস্টিং ডিরেক্টর বা সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি। কোনো ই-মেইল বা মেসেজের ওপর বিশ্বাস করবেন না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এই মুহূর্তে বিগ বস ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন সলমন খান। সঙ্গে চলছে আগামী ছবি ‘টাইগার থ্রি’-এর শেষ পর্বের শুটিং। এরই মাঝে আপাতত, অন্য কোনো ছবিতে অভিনয় করছেন না এই সুপারস্টার অভিনেতা। এমনকী, তার প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো নতুন সিনেমা ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে নির্মিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘বজরঙ্গি ভাইজান’, ‘ভারত’, ‘নোটবুক’, ‘লাভরাত্রি’, ‘রাধে’, ‘হিরো’, ‘টিউবলাইট’, ‘অন্তিম’, ‘রেস থ্রি’, ‘দাবাং থ্রি’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ইত্যাদি।