Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’’ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন’’

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’’ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন’’

December 16, 2023 01:01:59 PM   স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’’ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন’’

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ২য় বার চ্যাম্পিয়ন হয়েছে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। ফলে উপজেলায় বিদ্যালয়টির সুনাম আরো একধাপ বৃদ্ধি পেলো ।
১৬ ডিসেম্বর শনিবার সকালে সোনাইমুড়ী পৌরসভা মাঠে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রাইমারি স্কুল, কিন্ডার গার্টেন স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন শরীর চর্চার কৌশল, কুচকাওয়াজ, পিটি প্যারেড ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানান ধরনের ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ীর সন্তান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিজামদ্দিন সুজন, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা, সোনাইমুড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার এমরান হোসেন, এলাকার বীর সন্তান বীর মুক্তিযুদ্ধাগণ এবং স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ। 
এই অনুষ্ঠানে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চার শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আমিনুল কবির, সহকারী শিক্ষক তুহিন সৈকত,  ২৪ জন শিক্ষকার্থীর একটি চৌকশ ও শারীরিক কসরতে পারদর্শী দলের নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনেন। বিজয়ী দলের ক্যাপ্টেনের দায়ীত্বে ছিল দশম শ্রেণির ছাত্র খালিদ ইবনে ওয়ালিদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বিজয়ী দলের ক্যাপ্টেন ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।