Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহ শিক্ষা বোর্ডের গেটে তালা দিলেন ফেল করা শিক্ষার্থীরা, অবরুদ্ধ কর্মকর্তারা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের গেটে তালা দিলেন ফেল করা শিক্ষার্থীরা, অবরুদ্ধ কর্মকর্তারা

October 22, 2024 12:35:49 PM   নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের গেটে তালা দিলেন ফেল করা শিক্ষার্থীরা, অবরুদ্ধ কর্মকর্তারা

সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে গেটে তালা দিয়েছেন ফেল একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টা থেকে শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচির একপর্যায়ে দুপুর ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এতে ভেতরে থাকা কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের অবস্থানের একপর্যায়ে দুপুরে বোর্ডের চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা প্রধান ফটকে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। ১টার পর শিক্ষার্থীরা হট্টগোল করে ভেতরে ঢুকে পড়েন।


আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে গিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘দাবিগুলো জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আমরাও জানিয়েছি। ওপর থেকে সিদ্ধান্ত না এলে এখান থেকে কোনও সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।’ তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। বেলা ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘আজ কিছু শিক্ষার্থী এসে অবস্থান শুরু করে। তাদের বোঝানোর চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কোনও ধরনের নির্দেশনা পাইনি। আগামী ২৭ তারিখ মন্ত্রণালয়ে সমন্বয় কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বিষয়টা নিয়ে আলোচনা তুলবেন।’

অবরুদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বোর্ডের ভেতরে আছি। বোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা তো তাদের সঙ্গে জোরাজুরি করতে পারবো না।’

এদিকে, সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে কোনও তর্কে জড়ায়নি তারা।