Date: January 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / এবার রাজনীতিতে বুবলী!

এবার রাজনীতিতে বুবলী!

February 10, 2023 09:41:29 PM   বিনোদন প্রতিবেদক
এবার রাজনীতিতে বুবলী!

বিনোদন প্রতিবেদক:
শোবিজ থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার ঘটনা নতুন কিছু নয়। তারকাদের অনেকেই ইতোমধ্যে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় এবার রাজনীতিতে যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। পুরোদস্তুর নেত্রী হিসেবেই তাকে দেখা যাবে। তবে সেটা বাস্তবে নয়, একটি সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে।
এই সিনেমার নাম ‘লোকাল’। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। বর্তমানে এই সিনেমার শুটিং চলছে। সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এই সিনেমার একটি গানের শুটিংয়ে তিনি অংশ নিয়েছেন।
এ ব্যাপারে পরিচালক জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত গানটির শুটিং হয়। সিনেমায় বুবলীকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। এলাকার নানা প্রতিকূলতা পেরিয়ে এক সময় বুবলী নিজেকে একজন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, এটি একটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা। মফস্বলের মানুষের জীবনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদর আজাদ স্থানীয় মাস্তান চরিত্রে অভিনয় করছেন।