‘রাজনৈতিক সংকট নিরসন এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা করেছে নোয়াখালী সদর উপজেলা হেযবুত তওহীদ।
রোববার বিকেলে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সদর উপজেলা হেযবুত তাওহীদের সভাপতি আসিক মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রাকীব আল হাসান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি, গোলাম কবির, জেলা আওয়ামীলীগের সদস্য রওশন আক্তার রাখী, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাসেল , ৪, ৫, ৬, নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাশেদা খাতুনসহ আরো অনেকে।
মুখ্য আলোচকের বক্তব্যে রাকীব আল হাসান বলেন, ‘জাতি গভীর সঙ্কটকাল অতিক্রম করছে। একদিকে মুসলিম নামক এই জাতির আকাশে কালো মেঘের ঘনঘটা অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপটও ঘোলাটে। ফিলিস্তিনি মুসলিমদের উপর দখলদার ইজরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা, অত্যাচার, নির্যাতন এবং এই ইস্যুকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে ইহুদি-খ্রিষ্টানদের ঐক্যের কথা তুলে ধরে বলেন, এমন সঙ্কটে মুসলিমদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। যেই পাশ্চাত্য পরাশক্তি ইজরাইলে মুসলিমদের উপর নির্যাতনে ইন্ধন যোগাচ্ছে সেই একই শক্তি বাংলাদেশেও একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার নীল নকশা আঁকছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি শক্তির তৎপরতা সেই ইঙ্গিতই বহন করছে। কাজেই আজ আমাদেরকেও দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে জাবতীয় অন্যয়ের বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
অন্যান্য বক্তাগণ বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, দিনকে দিন উন্নত হচ্ছে কিন্তু এই উন্নতির ধারাবাহিকতা দেশি ও বিদেশি একটা শ্রেণির গাত্রদাহ সৃষ্টি করছে, কাজেই তারা নানা ধরনের ষড়যন্ত্র করবে। তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে তারা কিছুই করতে পারবে না।’
‘হেযবুত তওহীদ জাতিকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করে যাচ্ছে তাদের এই কাজকে বক্তাগণ সাধুবাদ জানান এবং এই কাজে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’