Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / রাহুলের আইপিএল শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও শঙ্কা

রাহুলের আইপিএল শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও শঙ্কা

May 05, 2023 04:24:00 PM   ক্রীড়া ডেস্ক
রাহুলের আইপিএল শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও শঙ্কা

খেলারপত্র ডেস্ক:
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন লোকেশ রাহুল। বাউন্ডারি আটকাতে গিয়ে নিতম্বে বেশ গুরুতর চোটে পড়েন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। এই চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকেই ছিটকে গেলেন ডানহাতি এই ব্যাটার। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ‘ক্রিকবাজ’ জানিয়েছে, গত সোমবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে নিতম্বে বেশ গুরুতর চোটে পড়েন রাহুল। পরে সঙ্গীদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি। ফিল্ডিংয়ে আর না নামলেও দলের প্রয়োজনে পরে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন রাহুল। কিন্তু ওই ম্যাচ ১৮ রানে হেরে যায় লখনৌ।
আগামী ৭ জুন থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। হাতে সময় থাকলেও লোকেশ রাহুলের ফাইনাল খেলা নিয়ে বড় সংশয়ই দেখা দিয়েছে। কারণ ১০ মাস আগেই জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করে মাঠে ফিরেছিলেন রাহুল।
এরই মধ্যে রাহুলকে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ক’দিনের মধ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে নিজের পুনর্বাসন শুরু করবেন তিনি। এরই মধ্যে আইপিএলে তার দল লখনৌর ক্যাম্প ছেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার।
এদিকে অধিনায়ক ছিটকে গেলেও তার বিকল্প হিসেবে এখনও কাউকে নেয়নি লখনৌ। সর্বশেষ ম্যাচে রাহুলের বদলি হিসেবে দলটিকে নেতৃত্ব দিতে দেখা গেছে ক্রুনাল পান্ডিয়াকে।