Date: September 29, 2022

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / রাজধানীতে জেটিভির প্রতিনিধি সম্মেলন -২০২২ অনুষ্ঠিত

রাজধানীতে জেটিভির প্রতিনিধি সম্মেলন -২০২২ অনুষ্ঠিত

September 09, 2022 12:13:03 PM   নিজস্ব প্রতিনিধি
রাজধানীতে জেটিভির প্রতিনিধি সম্মেলন -২০২২ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় দেশের শীর্ষ অনলাইন টেলিভিশন জেটিভি’র প্রতিনিধি সম্মেলন - ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রতিনিধিরা এতে অংশ নেন।
ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেটিভি’র প্রধান উপদেষ্টা ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক শাহানা পন্নী,  দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম শামসুল হুদা, দৈনিক দেশেরপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, সাবেক সচিব ও বিশিষ্ট গবেষক জাফর আহমদ।মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সাংবাদিকদের পেশাগত উন্নয়নে করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের কয়েকজন জেষ্ঠ্য সাংবাদিক কর্মশালায় প্রতিনিধিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ প্রতিবেদনের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেচুর রহমান সুমন, উপস্থাপনা করেন জে টিভি নিউজের উপস্থাপিকা জিনাত ফেরদৌস তাবাসুম