চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা সংক্ষিপ্ত ফরম্যাটের তিনটি ম্যাচ খেলবে। যার জন্য আজ (মঙ্গলবার) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি।