মো. মোস্তফা, পাটগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম রিপন, অধ্যক্ষ মাসুদ রানা এবং কমিটির অন্যান্য সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য প্রভাষক আতাউর রহমান। তিনি জানান, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার জন্য মৃত ওমর আলীসহ পাঁচ ব্যক্তি ১০০ শতাংশ জমি দান করেন। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শুরু হলে সফিয়ার রহমান এ কাজে বাধা দেন।
কমিটির দাবি, সফিয়ার রহমান ২০১৯ সালে আদালতে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে আদালত ওই জমি মাদ্রাসার নামে বহাল রাখেন এবং মামলা খারিজ করেন। এমনকি সফিয়ার রহমান নিজেও আদালতে মুচলেকা দিয়ে জমি মাদ্রাসার নামে বহাল রাখার অঙ্গীকার করেন।
তবে সম্প্রতি মাদ্রাসার উন্নয়ন কাজে পুনরায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে সফিয়ার রহমানের বিরুদ্ধে।
এ বিষয়ে সফিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মাদ্রাসা কমিটির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন এবং সরাসরি দেখা করার কথা বলেন।