Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে নারী শ্রমিকের মৃত্যু

শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে নারী শ্রমিকের মৃত্যু

December 29, 2023 12:43:03 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে নারী শ্রমিকের মৃত্যু

আব্দুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর এক পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয।

নিহত গৃহবধূ বৃষ্টি আক্তার (২৬) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. রুবেল মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় কালার ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন।

নিহতের শ্বাশুড়ি আমেনা খাতুন বলেন,গত রবিবার সন্ধ্যার পর গৃহবধূ বৃষ্টি রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করতে যায়। অসাবধানতায় কোন এক সময় চুলার আগুন গায়ে থাকা ওড়নায় লেগে শরীরে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে তার ডাক চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি সে বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করছে। তার শরীরের পড়নের কাপড়ে আগুন জ্বলতে দেখে শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শরীরের কাপড় সরিয়ে নেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি।

নিহতের ভাই রিপন মিয়া বলেন, অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে বোনের সাথে কথা হয়েছে। সে জানিয়েছে রান্না করতে গিয়ে তার শরীরে আগুন লেগেছে। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। এরপর আমি শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে জানতে পারলাম চুলার আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে উর্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।