Date: January 14, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

শ্রীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

February 23, 2024 12:59:58 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্কুল ছাত্র পলাশ (১৩)’র মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৩ ফেব্রুয়ারী)সকাল সাড়ে আটটারদিকে উপজেলার গোসিংগা বাজার সংলগ্ন দারুল ফালাহ্ হাফেজি মাদরাসার নির্বাণাধীন ভবনের ছাদে খেলা করার সময় পড়েগিয়ে গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ শেরপুর জেলা সদরের সাতনংচড় গ্রামের মো. ইসাহাকের ছেলে । সে তার বাবা-মার সাথে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোজেখানি গ্রামের জনৈক আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। পলাশ গোসিংগা উচ্চবিদ্যালয়ের ষষ্টশ্রেণীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরির্শক তদন্ত মো. শাখাওয়াত হোসেন জানান, ওই মাদরাসার ভবন সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ খেলতে গিয়ে  মাদরাসা ভবনের পেছন সংস্কার কাজে ব্যবহৃত  বাঁশ বেয়ে উপরে উঠার সময় ফসকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।