Date: December 12, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মসজিদ কমিটির দ্বন্দ্বে সংঘর্ষে ৮ জন আহত

শ্রীপুরে মসজিদ কমিটির দ্বন্দ্বে সংঘর্ষে ৮ জন আহত

November 29, 2024 03:07:41 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মসজিদ কমিটির দ্বন্দ্বে সংঘর্ষে ৮ জন আহত

মোঃ তুহিন:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জুমার নামাজের পূর্ব মুহূর্তে দুপক্ষের উল্টো-পাল্টা বক্তব্য এবং একাধিক কমিটি ঘোষণার কারণে মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন এবং পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন বেপারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের ভেতরে জুমার নামাজের পূর্ব মুহূর্তে দুপুর ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

মসজিদের নিয়মিত মুসল্লি তাইজুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল। প্রায় দেড় সপ্তাহ আগে একটি কমিটি গঠন করা হলেও তা অপর পক্ষ মেনে নেয়নি।

শুক্রবার জুমার নামাজে খতিবের বয়ানের পর খুতবা পাঠের পূর্ব মুহূর্তে নতুন কমিটির একপক্ষের সভাপতি, শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন নিজেকে সভাপতি পরিচয় দিয়ে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন। এ সময় পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন বেপারী দাঁড়িয়ে তালেব হোসেনকে সভাপতি এবং নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সবার সহযোগিতা চেয়ে বক্তব্য দেন।

এ সময় দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মসজিদের ভেতরেই শুরু হয় হট্টগোল ও হাতাহাতি। এক পর্যায়ে কিল-ঘুষি এবং পাঞ্জাবি ছেঁড়াছেঁড়ি থেকে সংঘর্ষ চরমে পৌঁছায়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। তাদের মধ্যে হুমায়ুন বেপারী এবং অনিক নামের দুইজনকে গুরুতর অবস্থায় শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামুন বেপারী জানান, "আমরা দাতা পরিবারের সদস্য। আমাদের না জানিয়ে তারা নিজেদের ইচ্ছেমতো মসজিদ-মাদ্রাসার কমিটি করেছে। আজ আমরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা দিয়েছি। এ সংঘর্ষে আমার বড় ভাই হুমায়ুন বেপারীসহ কয়েকজন আহত হয়েছেন।"

অপর পক্ষের সভাপতি এনামুল হক খোকন জানান, "গত ১৬ তারিখ সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে। আমি শুক্রবার জুমার নামাজের পূর্বে পরিচিতির বক্তব্য দিলে প্রতিপক্ষ হট্টগোল সৃষ্টি করে। এ সংঘর্ষে আমার পক্ষের ৫ জন আহত হয়েছেন এবং আমার ছেলে অনিক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।"

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"