Date: November 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা

শ্রীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা

October 29, 2024 02:19:46 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ তুহিন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন সবুজ ক্যাম্পের উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।