Date: December 13, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, অভিযানকালে হামলায় আহত ১০

শ্রীপুরে ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, অভিযানকালে হামলায় আহত ১০

November 26, 2024 01:01:53 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, অভিযানকালে হামলায় আহত ১০

মো. তুহিন:
গাজীপুরের শ্রীপুরে দখল হওয়া ২০ কোটি টাকা মূল্যের সরকারি বনভুমির জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজনের উপর হামলা চালায় এলাকাবাসী। এতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিলসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একটি ভেকু ও ইউএনও, এসি ল্যান্ডের গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাফিলাতলি মৌজার ইজ্জতপুর বাজারের পাশে কাফিলাতলি গ্রামে সহকারি প্রধান বন সংরক্ষক (এসিএফ) সামসুল আরেফিন এর নেতৃত্বে এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি)'র সহযোগিতায় বিট অফিসারসহ প্রায় তিনশতাধিক প্রশাসনের লোকবল নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা ।

উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারি প্রধান বন সংরক্ষক (এসিএফ) সামসুল আরেফিন। তিনি বলেন, দীর্ঘদিন যাবত উপজেলার কাফিলাতলি মৌজায় বনবিভাগের জায়গা দখল করেছে একশ্রেণীর অসাধু ব্যক্তিরা। এমন সংবাদ পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছি। সরকারের দখল হওয়া বনভূমি  আমরা উদ্ধার করেছি। যারা হামলার ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, অভিযানের শেষের দিকে রেইল লাইনের পশ্চিম পাশে জনৈক মাসুদের নেতৃত্বে হামলা ঘটনাটি ঘটানো হয়েছে। এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে পারে বলে ধারণা তাদের।

তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর "মাইরালছেরে মাইরালছে"! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। অতঃপর আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।