Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / শ্রীলঙ্কার সাদা পোশাকের নেতৃত্বে নতুন মুখ চান করুনারত্নে

শ্রীলঙ্কার সাদা পোশাকের নেতৃত্বে নতুন মুখ চান করুনারত্নে

March 20, 2023 03:52:47 PM   ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার সাদা পোশাকের নেতৃত্বে নতুন মুখ চান করুনারত্নে

খেলারপত্র ডেস্ক:
শ্রীলঙ্কার সাদা পোশাকের নেতৃত্বে নতুন মুখ দেখতে চান দিমুথ করুনারত্নে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজ শেষে টেস্টের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির টপ অর্ডার এই ব্যাটসম্যান। এরই মধ্যে নিজের ভাবনার কথা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন ৩৫ বছর ছুঁইছুঁই করুনারত্নে। তবে তাদের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাননি তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের সব ম্যাচ শেষ শ্রীলঙ্কার। করুনারত্নের নেতৃত্বে এবারের চক্রে বেশ ভালো খেলেছে লঙ্কানরা। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা। সম্ভাবনা জাগিয়েছিল তারা ফাইনাল খেলারও। কিন্তু সোমবার শেষ হওয়া নিউ জিল্যান্ড সিরিজের রোমাঞ্চকর প্রথম টেস্ট হেরে ভাঙে তাদের সেই স্বপ্ন। পরে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারে দলটি।
আগামী এপ্রিলে মাঠে গড়াবে আয়ারল্যান্ড-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ। প্রথম ম্যাচ শুরু ১৬ এপ্রিল, দ্বিতীয়টি ২৪ এপ্রিল। দুটি ম্যাচই হবে গলে। সিরিজটি অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এই প্রতিযোগিতার নতুন চক্র শুরুর আগে নতুন অধিনায়কের হাতে দায়িত্বটি তুলে দিতে চান করুনারত্নে।
“আয়ারল্যান্ড সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দায়িত্বটি দুই বছরের জন্য পালন করতে হবে। আমার মনে হয়, অর্ধেক সময়ের পর দায়িত্বটি আমি হস্তান্তর করার চেয়ে একজন নতুন অধিনায়ক যদি পুরো চক্রটিতে নেতৃত্ব দেয়, তাহলে এটা বেশি ভালো হবে।”
“আমি নির্বাচকদের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। তবে এখনও কোনো উত্তর পাইনি। আমার চাওয়া পরের সিরিজের পর নতুন অধিনায়কের হাতে দায়িত্বটি তুলে দেওয়া।”
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক হিসেবে করুনারত্নের পথচলা শুরু ২০১৯ সালে। তার নেতৃত্বে প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারায় লঙ্কানরা। গড়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি।
শ্রীলঙ্কাকে মোট ২৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে, যেখানে ১০টি করে জয়-পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। বাকি ৬টি হয়েছে ড্র। লঙ্কান অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি টেস্ট জিতেছেন অর্জুনা রানাতুঙ্গা (১২), সানাৎ জয়াসুরিয়া (১৮), মাহেলা জয়াবর্ধনে (১৮) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৩)। তারা সবাই দায়িত্বটি পালন করেছেন ৩০টির বেশি ম্যাচে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, ২০২৩ সালে স্রেফ ৬টি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। যেখানে ৪টি ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের অংশ।