Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাকিব উইকেট পেলেও ব্যাটিংয়ে বিবর্ণ

সাকিব উইকেট পেলেও ব্যাটিংয়ে বিবর্ণ

August 12, 2023 08:55:05 AM   ক্রীড়া ডেস্ক
সাকিব উইকেট পেলেও ব্যাটিংয়ে বিবর্ণ

ক্রীড়া ডেস্ক:

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিংয়ে যেন ছন্দই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গল টাইটান্সের জার্সিতে আবারও ব্যর্থ সাকিব। তবে বল হাতে একটি উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিবদের দল জয় পায়নি। গলের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ৭ উইকেটে জয় পায় ডাম্বুলা অরা।

ডাম্বুলার সঙ্গে প্রথম দেখায় সুপার ওভারে জয় পেয়েছিল গল। এবার দ্বিতীয় দেখায় প্রতিশোধ নিল ডাম্বুলা, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা চার হারে টেবিলে সবার শেষে রইল সাকিবের দল। দুটি ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।