Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি

সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি

November 03, 2023 11:29:08 AM   স্টাফ রিপোর্টার
সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি

স্টাফ রিপোর্টার:

বিশ্বকাপে ভারতের প্রথম তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি মোহাম্মদ শামির। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরলেন। সেখান থেকে আর সরানো যায়নি তাকে। একের পর এক দুর্দান্ত স্পেলে নিজেকে করে তুলেছেন দলের অপরিহার্য অংশ।

সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে আগুনে বোলিংয়ে ১৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও এখন তিনি। শামির প্রশংসায় মেতেছে সমর্থকরা। এর মধ্যেই গতকালকের ম্যাচের একটি ভিডিও চড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা গেছে, পাঁচ উইকেট পূর্ণ করার পর সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি। তবে শেষ মুহূর্তে মাঠে মাথা না ঠেকিয়েই পরমুহূর্তে সতীর্থদের আলিঙ্গনে ধরা পড়েন। কিছুক্ষণের জন্য শামির হাঁটু মুড়ে বসে পড়া নিয়েই চলছে জোর আলোচনা।

তিনি কী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদাহ দিতে চেয়েছিলেন? প্রার্থনা করতে গিয়েও করলেন না শেষ মুহূর্তে? নাকি ক্লান্ত অবসন্ন হয়েই বসে পড়েছিলেন শামি? নিজে অবশ্য কিছু খোলাসা করেননি। ভারতের তারকা বোলার কিছু না বলায়, তিনি কী করতে চেয়েছিলেন, তা হয়তো অজ্ঞাতই থেকে যাবে।

তবে ম্যাচ শেষে শামিকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ধর্ম টেনে অনেক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রার্থনাই করতে গিয়েছিলেন শামি। কিন্তু শেষমেশ উগ্রপন্থীদের রোষানলে পড়ার শঙ্কায় আর প্রার্থনা করেননি।’ শামির এভাবে বসে পড়া নিয়ে সরব পাকিস্তানি গণমাধ্যম ও সমর্থকরাও।

উল্লেখ্য, বিশ্বকাপে ম্যাচ চলাকালে পাক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের মাঠে নামাজ আদায় করা নিয়ে অনেক ভারতীয় সমর্থক ক্ষোভ জানিয়েছিলেন। এক আইনজীবী আইসিসিতে নালিশও জানিয়েছিলেন।

মোহাম্মদ শামিকে নিয়ে অতীতে কম বিতর্ক হয়নি। তাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছিল মাঠে। খারাপ পারফর্ম করায় শামিকে নিজ দেশের সমর্থকদেরও কটুক্তি শুনতে হয়েছিল। ‘পাকিস্তানি দালাল’ তকমা ট্যাগও দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই  তার পাশে আছেন সতীর্থ ক্রিকেটাররা। সেই শামি এখন বাইশগজে আগুন জ্বালাচ্ছেন।

বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জাভাগাল শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ শামি। সাবেক দুই পেসারের সংগ্রহেই ছিল ৪৪ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শামির উইকেট ছিল ৪০টি। এরপর নিজের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন শামি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন।

বৈশ্বিক টুর্নামেন্টে শামির যা তৃতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেও ৫ উইকেট নিয়ে পান এই পুরস্কার। প্রথমবার পান ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের আর কোনো বোলার বিশ্বকাপে দুইবারের বেশি পাননি এই পুরস্কার। সব মিলিয়ে শামির চেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতা বোলার স্রেফ একজন- গ্লেন ম্যাকগ্রা, ৬ বার। এছাড়া চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাও তিনবার পেয়েছেন এই স্বীকৃতি।