Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / স্ট্রাইক রেট ও ইনজুরি নিয়ে তামিমের ভাষ্য, ‘খুব দুর্ভাগ্যজনক’

স্ট্রাইক রেট ও ইনজুরি নিয়ে তামিমের ভাষ্য, ‘খুব দুর্ভাগ্যজনক’

February 26, 2023 09:03:50 PM   ডেস্ক রিপোর্ট
স্ট্রাইক রেট ও ইনজুরি নিয়ে তামিমের ভাষ্য, ‘খুব দুর্ভাগ্যজনক’

খেলারপত্র ডেস্ক:
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। পরিসংখ্যান তো বটেই,  তাকেই মানা হয় সবসময়ের সেরা উদ্বোধনী ব্যাটার। ৬৯ টেস্টে ৫০৮২, ওয়ানডেতে ২৩১ ম্যাচে ৮০৭৪ ও ৭৮ টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান তামিমের। এরপরও গত কয়েক বছর ধরে তামিম ইকবালকে নিয়ে নেতিবাচকতাই ছড়িয়েছে বেশি।
টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দেন তিনি। তামিমকে নিয়ে এখন প্রায়ই গুঞ্জন শোনা যায় ‘ইচ্ছে করে ইনজুরিতে পড়েছেন’ বা এমন। প্রসঙ্গটি চলে আসে ওয়ানডে অধিনায়কের ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনেও।  
জবাবে তিনি বলেছেন, ‘আমি যদি ভাই ১৫ হাজার রান করার পরও এই কথা শুনতে হয়, তাহলে এটা খুব দুঃখজনক, খুব দুর্ভাগ্যের। আমি ১৭ বছর ক্রিকেট খেলেছি, ৯০ শতাংশ ম্যাচ খেলেছি, হয়তো ১০ শতাংশ ম্যাচ খেলতে পারিনি ইনজুরির জন্য। আমার মনে হয় যদি রেশিও ৯০ শতাংশ হয়, তাহলে এটা ১৭ বছরে অসাধারণ ব্যাপার। আমি ১৫ হাজারের বেশি রান করেছি সব ফরম্যাট মিলিয়ে, অথবা কাছাকাছি, এরপরও যদি এটা শুনতে হয় অথবা যে এটা লিখছে বা বলছে, খুব দুর্ভাগ্যজনক।’
তামিম পাল্টা প্রশ্নে ইংল্যান্ড সিরিজে খেলার প্রসঙ্গটিও টানেন, ‘আমার এর বেশি কিছু বলার নেই। আমার কাছে মনে হয় কোনো ক্রিকেটারই কোনো ম্যাচ মিস করতে চায় না। এটা খুব দুঃখজনক আপনি যেটা বললেন। ইংল্যান্ড সিরিজও বড় সিরিজ, আমি কেন খেলছি? তাদের আরও ভালো পেস বোলিং অ্যাটাক আছে।’
তামিম ইকবাল সর্বশেষ খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর নানা কারণে মাঠে নামতে পারেননি তিনি। ভারত সিরিজের পুরোটাতেই ছিলেন ইনজুরিতে। এরপর অবশ্য তিনি খেলেছেন বিপিএলে। এবার খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে, তার ব্যাটিংটা কেমন হবে?
তামিম বলছিলেন, ‘এখন পর্যন্ত ঠিক বোধ করছি। খুব খারাপ মনে হচ্ছে না। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচে কেমন পারফরম্যান্স করছি। মাইন্ডসেট ঠিক আছে, ভালো বোধ করছি, ড্রেসিংরুম খুশি, আমিও খুশি। আমি আশা করি ভালো শুরু করবো আমরা। ব্যাটিং কেমন করবো না করবো...আমি খারাপ অবস্থায় থাকলে বলতাম সেরা অবস্থায় নেই। মানসিকভাবে আমি ফ্রেশ আছি।’