Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজধানী / সিটি গ্রুপ নারী কাবাডি লীগ ২০২৩ এর শুভ উদ্বোধন

সিটি গ্রুপ নারী কাবাডি লীগ ২০২৩ এর শুভ উদ্বোধন

November 30, 2023 12:54:43 PM   স্টাফ রিপোর্টার
সিটি গ্রুপ নারী কাবাডি লীগ ২০২৩ এর শুভ উদ্বোধন

হাসান মোহাম্মদ মাহদী: 
অপেক্ষার পালা শেষে অবশেষে পল্টনের কাবাডি স্টেডিয়াম মুখরিত নারীদের পদচারণায়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ১১ দলের সমন্বয় শুরু হয় সিটি গ্রুপ নারী কাবাডি লীগ ২০২৩ টুর্নামেন্ট। 
মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান ও এএসএম মাঈনউদ্দিন মোমেন।
টুর্নামেন্টে অংশ নেয় পিনাকল স্পোর্টস সোসাইটি, বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, মেঘনা কাবাডি ক্লাব, ফরিদপুর জেলা কাবাডি ক্লাব, ঝিনাইদহ জেলা কাবাডি ক্লাব, ময়মনসিংহ জেলা কাবাডি ক্লাব, উত্তরবঙ্গ কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি যাত্রাবাড়ী, শিকারপুর বরিশাল ও জামালপুর জেলা কাবাডি ক্লাব। 
উদ্বোধনী দিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৩.৩০ মিনিটে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব ঝিনাইদহ কাবাডি ক্লাবের মুখোমুখি হয়। বিকাল ৪.১৫ মিনিটে পিনাকল স্পোর্টস কাবাডি ক্লাবের মুখোমুখি হয় মেঘনা কাবাডি ক্লাবের। বিকাল ৫.০০ টায় ফরিদপুর জেলা স্পোর্টস একাডেমি মংমনসিংহ জেলা কাবাডি দলের মুখোমুখি হয়। সন্ধ্যা ৫.৪৫ মিনিটে বাংলাদেশ আনসার ও ভিডিপি জামালপুর কাবাডি একাডেমরি মুখোমুখি হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে শিকারপুর কাবাডি একাডেমি উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের মুখোমুখি হয়। 
‘ক’ ও ‘খ’ দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলা হবে। এরপর দুই গ্রুপের সেরা চার দল নিয়ে আগামী ৪ ডিসেম্বর হবে সেমিফাইনাল। তারপর ৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের লিগের বিশেষ আকর্ষণ হলো বিদেশি খেলোয়াড়। এই প্রথম নারীদের ঘরোয়া কাবাডিতে দেখা যাবে বিদেশি খেলোয়াড়দের।