Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাইমুড়ী শিক্ষা অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা

সোনাইমুড়ী শিক্ষা অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা

February 15, 2023 10:20:59 PM   জেলা প্রতিনিধি
সোনাইমুড়ী শিক্ষা অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা

নোয়াখালী প্রতিনিধি:

সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেনের উপর হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছেন সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন। 

এসময় শিক্ষকরা হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। একইসাথে শিক্ষা কর্মকর্তার উপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তারা এই ঘটনার বিচার দাবী করেন। শিক্ষকরা বলেন, যেখানে একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নেই, সেখানে আমরা শিক্ষকরা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তাই অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে হামলার বিচার করতে হবে। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সোনাইমুড়ী শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, প্রধান শিক্ষক মিজানুর রহমান কামাল, মতিউর রহমান ও জাফর ইকবাল। 

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন। জানা যায়, সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেন গত ০৬ ফেব্রুয়ারী সন্ধ্যা তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ নামক বাজারে একজন সিএনজি চালকের নেতৃত্বে ১৫-১৬ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত আক্রমন করে। তারা এতোটাই ত্রাস সৃষ্টি করেছিল যে বাজারে লোকজন থাকলেও কেউ তাদের ভয়ে ভিকটিমকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি । দুর্বৃত্তরা জখম ও খুনের অভিপ্রায়ে শিক্ষা অফিসারের মাথায় হেলমেট দিয়ে উপর্যপুরি আঘাত করা সহ কিল, ঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে পিঠে ছুরি মারলে গায়ে জ্যাকেট ও রেইন কোর্ট থাকায় শরীর রক্ষা হলেও এগুলো কেটে যায়। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও আক্রমনকারীরা ক্ষান্ত হয়নি বরং তাকে টেনে হিচড়ে তুলে বাজারের অভ্যন্তরে নিয়ে মারাত্মকভাবে আঘাত করে প্রান নাশের চেষ্টা করে। যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । শিক্ষা অফিসারের সহোদর বাদী হয়ে মামলা করায় তাকে সন্ত্রাসী চক্র নানান ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে বক্তারা জানান। শিক্ষক সমিতি সোনাইমুড়ী শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষা পরিবার এ ধরনের ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।