Date: January 13, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

October 31, 2024 01:15:23 PM   ক্রীড়া প্রতিবেদক
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা।

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

এর আগে বুধবার দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ঋতুপর্ণা আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এ ছাড়া বাংলাদেশি গোলরক্ষক রুপ্না চাকমা হয়েছেন সেরা গোলরক্ষক।