খেলারপত্র ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গেল এক দশক ধরেই এই দায়িত্ব পালন করছেন। ক্রিকেট বাদেও পাপন একজন সংসদ সদস্য, তাছাড়া ঔষুধ শিল্পের সঙ্গেও সম্পৃক্ততা আছে তার। সবমিলিয়ে বেশ ব্যস্ত জীবনই পার করে আসছেন বিসিবির শীর্ষ এই কর্তা। এতসব ব্যাস্ততার মধ্যেও ক্রিকেট তাকে টানে বলে জানান তিনি।
গতকাল শনিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে পাপন বলেন, ‘আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি অনেকগুলো জিনিসের সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন। কিন্তু ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা খুব কঠিন। আমার সবাই এখন অভিযোগ শুরু করেছে, ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।’
নিজের পরিবারকে সময় দিতে পারছেন না দাবি করে পাপন আরো বলেন, ‘কোনো একটা প্রোগ্রাম হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো- আমার স্ত্রী সরাসরি বলে দেয় আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও অনেক সময় দিতে হয়। এরকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।’
পাপনকে সবাই রাগী ভাবেন, অথচ তিনি নিজেকে একজন মিশুক মানুষ হিসেবেই মনে করেন। তিনি বলেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি আর বলে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে! সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে।’ ‘আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’-আরও যোগ করেন পাপন।