ডেস্ক রিপোর্ট:
বার্ধক্যজনিত কারণে সাবেক নির্বাচন কমিশনার (ইসি) এ কে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ(২০ জুলাই) ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান।
২০০১ সালের ১৪ এপ্রিল থেকে ২০০৫ সালের ২২ মে পর্যন্ত ইসি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসির কর্মকর্তা/কর্মচারীরা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।