Date: February 13, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

February 13, 2025 03:40:51 PM   উপজেলা প্রতিনিধি
স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধারকৃত ৫টি ভাল্লুক গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার দুপুর ২টায় ভাল্লুকগুলো পার্কে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা গত মঙ্গলবার স্বপ্নপুরী পার্ক থেকে ভাল্লুকগুলো উদ্ধার করেন। ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, অভিযানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্লাহ পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে ভাল্লুক ছাড়াও ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, ২টি সজারু ও ১টি ভোঁদড়। তবে উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে কেবল ৫টি ভাল্লুক গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। এছাড়া, পার্কের মিনি চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

অসীম কুমার মল্লিক আরও জানান, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম দফায় অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এর মধ্যে ৫২টি প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। তবে, পার্ক কর্তৃপক্ষ প্রাণীগুলোর বেশিরভাগের জন্য বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুনরায় অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আরেক পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত প্রাণীগুলো পার্কে আনা হয়েছে। তাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলছে।’