খেলারপত্র ডেস্ক:
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরেকটি ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ। ইমরানুর রহমানের পর জহির রায়হানও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। অবশ্য শ্রেষ্ঠত্বের মঞ্চে না থাকতে পারলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সেরাটাই দিয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে প্রথম হিটে অংশ নিয়েছিলেন জহির। ২১.৬৯ সেকেন্ড টাইমিংয়ে তিনি তার হিটে সপ্তম হয়েছেন। সেমিফাইনালে তিন হিট থেকে প্রতি হিটের প্রথম দুই জন এবং বাকিদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী ফাইনালে উঠেছেন।
আজ সকালে ২১.৬৭ টাইমিংয়ে জহির সেমিফাইনালে উত্তীর্ণ হন। ২০০ মিটারে ৫ টি হিট অনুষ্ঠিত হয়। প্রতি হিট থেকে প্রথম চারজন এবং অবশিষ্টদের মধ্য থেকে সেরা চার টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। জহির ছিলেন দুই নম্বর হিটে। তিনি দুই নম্বর হিটে চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন। আজ বিকেলে সেমিফাইনালে প্রথম হিটে খেলে বাদ পড়ে যান।
গত কয়েক বছরে জহির রায়হান বাংলাদেশের অ্যাথলেটিক্সে বিশেষ চরিত্র। ২০১৭ সালে নাইরোবি যুব অ্যাথলেটিক্স বিশ্বকাপে ৪০০ মিটার ইভেন্টে তিনি সেমিফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন। ঘরোয়া প্রতিযোগিতায় ২০০ ও ৪০০ মিটারে ভালো পারফরম্যান্স করেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ঐ বছরই নারী নির্যাতনের ঘটনায় জেল খাটেন। সেই জটিলতা কাটিয়ে আবার আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অঙ্গনে ফিরেছেন
এই অ্যাথলেট।